অমর একুশে বইমেলাকে সামনে রেখে লেখক ও ছড়াকার মিজানুর রহমানের শিশুকিশোর তৃতীয় ছড়াগ্রন্থ ‘স্মৃতির কোলাহল’ প্রকাশ হবে।
বইটি প্রকাশ করবে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাপড়ি’
শিশুকিশোর অধ্যায় পেরিয়ে আমার যৌবন ও বার্ধক্যে উপনীত হই। হারিয়ে ফেলি সোনালী স্মৃতি মাখা দিনগুলো। নিরবে নিভৃতে অতীতগুলো স্বরণ করি চোখের জলে। হাজার চেষ্টা করেও সোনালী অতীত ফিরে পাওয়া যায় না। শুধু ভালো লাগা লেগে থাকা শৈশব ঘিরেই জীবন অতিবাহিত করি।
লেখক মিজানুর সেই অতীত ঘিরেই হৃদয়ের মণিকোঠা থেকে লিখেছেন স্মৃতির কোলাহল নামক বইটি। বইটি শিশুকিশোর থেকে শুরু করে বড়রাও পড়ে মজা পাবে নিশ্চয়। কেননা, সবারই তো একটা সোনালী অতীত ছিলো, ছিলো মায়াময় শৈশব।
বইটির প্রকাশক কামরুল আলম জানিয়েছেন, বইমেলার শুরুতেই বইটি পাঠকের হাতে সমাদৃত হবে, ইনশাআল্লাহ।
শুধু বইমেলায় নয়, বইটি পাওয়া যাবে রকমারি ডট কম, বইফেরি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
House Of Al Towfiqi https://htorg.blogspot.com/2025/02/towfiq-sultan.html