পরাধীন
ইয়াছিন আরাফাত
স্বাধীন দেশে করে রেখেছে দূর্বল,
অধিকারের কথা বললেই ভালো হয় না ফল।
গণতন্ত্রের দেশে রয়েছে একাধিক দল,
যে-ই আসে ক্ষমতাই, হতে চাই না বদল।
নিজের দল ছাড়া, সব দলকে করে রাখে অচল।
দেশের শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র,
যে আসে সব নিজের করে নে পড়িয়ে দুর্নীতির মন্ত্র।
অধিকার থাকার সত্ত্বেও থাকা যদি না যায় নিজের দেশে,
থাকলেও ঘুরে বেড়াতে হয় পাগলের ছদ্মবেশে।
নিজের কি কোনো মনুষ্যত্ব জ্ঞান নেই, কেন যেতে হবে অন্যের কথায় নেচে?
এতো ই কি উচিত তব পরাধীন ভাবে থাকা বেঁচে?
ইয়াছিন আরাফাত
কবি,গল্পকার ও প্রাবন্ধিক
উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
মোবাইল :- 01876729147
ইমেইল :- eashina404@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
House Of Al Towfiqi https://htorg.blogspot.com/2025/02/towfiq-sultan.html